শনিবার ৩ দিনের ‘বীজ সম্মেলন’ শুরু

বীজ সম্মেলনের সংবাদ সম্মেলন। ছবি: মো. আসাদুজ্জামান/স্টার

আগামী শনিবার থেকে দেশে শুরু হচ্ছে 'বাংলাদেশ সিড কংগ্রেস- ২০২৩' শীর্ষক ৩ দিনব্যাপী 'বীজ সম্মেলন'।

কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করছে।

আয়োজকদের দাবি, বেসরকারি উদ্যোগে দেশে বীজ সম্পর্কিত এ ধরনের কোনো সম্মেলন আয়োজন এবারই প্রথম।

দেশি-বিদেশি প্রায় এক হাজার বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, বীজ ডিলার, বীজ ব্যবসায়ী, বীজ শিল্প প্রতিষ্ঠান, কৃষিবিদ, ব্যাংকার, শিক্ষক ও কৃষক প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন।  এই সম্মেলনের ভেতর দিয়ে বাংলাদেশের বীজ বাণিজ্যের সম্ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সম্মেলনের প্রধান সমন্বয়ক ও সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এ কথা জানান।

এ সময় তিনি বলেন, 'আমরা আশা করছি সম্মেলনে ৫০ জন বিদেশি প্রতিনিধিও থাকবেন। সেখানে ১৩টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টল থাকবে, যার মধ্যে ১০টি বিদেশি স্টল। কৃষি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠান স্টলসহ এই সম্মেলনে অংশ নেবে।

৩ দিনের এই সম্মেলনে ৫টি কারিগরি সেশনে প্রতিথযশা বিজ্ঞানী ও গবেষকদের ১৫টি পেপার উপস্থাপন করা হবে।

সম্মেলন উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বীজশিল্প বিকাশে অবদান রাখা ব্যক্তিবর্গদের সম্মাননা দেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago