ভূমিকম্প দুর্গতদের জন্য মেটালিকার আড়াই লাখ ডলার সহায়তা
মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেটালিকা তাদের নিজস্ব দাতব্য সংগঠনের মাধ্যমে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প দুর্গতদের জন্য আড়াই লাখ ডলার সহায়তা দিয়েছে।
আজ বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ২ দেশের সীমান্তে আঘাত হানে। এ পর্যন্ত এই মর্মান্তিক ও ভয়াবহ দুর্যোগে ২ দেশ মিলিয়ে ৪১ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
মেটালিকার দাতব্য সংগঠনটির নামকরণ করা হয়েছে তাদেরই একটি গানের নামে—'অল উইদিন মাই হ্যান্ডস'। টুইটারে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি জানায়, 'তুরস্কের দক্ষিণাঞ্চলে ও সিরিয়ার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞে আমরা নির্বাক হয়ে পড়েছি'।
Two of our partner organizations, @DirectRelief & @WCKitchen, have boots on the ground providing medical aid & food to the victims of this disaster. #AWMH is providing $125k grants to each organization to support their relief efforts.
Learn more at https://t.co/uaQymJ4BXN (2/3)
— All Within My Hands Foundation (@AWMHFoundation) February 14, 2023
সংগঠনটি জানায়, তারা ডাইরেক্ট রিলিফ ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের ২টি অলাভজন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ডলার করে দেবে।
মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে অল উইদিন মাই হ্যান্ডস আরও জানায়, এই তহবিল 'অত্যন্ত জরুরি স্বাস্থ্য সেবা ও খাবারের' জন্য ব্যয় করা হবে।
৮ বারের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মেটালিকা বিশ্বের অন্যতম জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড। ১৯৮১ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়।
Comments