পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্তুগালে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (১৯ ফেব্রুয়ারি) পর্তুগালের রাজধানীতে 'লিসবন ল্যাঙ্গুয়েজ' স্কুলের হল রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ইয়ং মুসলিম অ্যাসোসিয়েশন।
 
লিসবনে বাংলাদেশ কমিউনিটির ১১০ জন শিশু-কিশোর ২টি গ্রুপে  প্রতিযোগিতায় অংশ নেয়।

সংগঠনের সভাপতি আরিফ বিন জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম তারেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশিদের সংগঠন কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা এম পর্তুগাল 'সিআরসিআইপিটির' সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাতৃমনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন সিআরসিআইপিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ। 

এ ছাড়া উপস্থিত ছিলেন সামছুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন, রুবেল হোসাইন, আলী হায়দার, ফাহাদ বিন ফারুকী, আব্দুল্লাহ বিন আশফাক, জাহেদুল হাসান, আব্দুল্লাহ রোমান, নুর মোহাম্মদ, রাজীব আল মামুন ও কামরুল আলী প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 'ক' গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করে আহনাফ মুনতাসির, দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল রাহীম, তৃতীয় স্থান সাকির হাসান সাদাফ, চতুর্থ স্থান সাইফুল সাফী ও পঞ্চম স্থান রিয়াজুল করিম।

'খ' গ্রুপে প্রথম স্থান করে নাহিদা ইসলাম নিশু, দ্বিতীয় স্থান আরাফ হোসেন ও তৃতীয় স্থান আফরিন নূর ইলমা।  

 

মো. রাসেল আহম্মেদ: পর্তুগাল প্রবাসী লেখক, সাংবাদিক 
 

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago