ভাষা আন্দোলনে খুলনা পরিণত হয়েছিল মিছিলের নগরীতে

খুলনা বরাবরই পরিচিত ছিল শিল্প ও বাণিজ্যিক শহর হিসেবে। কিন্তু সেই শহরেও আছড়ে পড়েছিল ভাষা আন্দোলনের ঢেউ।

১৯৪৮ সালের ২৭ ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর কলেজের শিক্ষার্থীরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথমবারের মতো রাজপথে নামেন। স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে একপর্যায়ে খুলনা পরিণত হয়েছিল মিছিলের নগরীতে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago