স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া ঢাকায় মার্কিন দূতাবাসে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার সন্ধ্যা সোয় ৭টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরেন তিনি।

এর আগে, বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসা 'ফিরোজা' থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। ২ ঘণ্টা সেখানে বিভিন্ন পরীক্ষা শেষ করে বিএনপি চেয়ারপারসন বাসায় পৌঁছান রাত ৮টা ২২ মিনিটে।

'ফিরোজা'র গেটের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন ধরনের যেসব পরীক্ষা করা দরকার সেগুলো করা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট কালকের মধ্যে পাওয়া যেতে পারে।'

'তারপর চিকিৎসকরা বসে পরবর্তীতে চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন', যোগ করেন তিনি।

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'তিনি আগের মতোই আছেন। শারীরিক অবস্থাও পূর্বের ন্যায় আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।'

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিৎসকের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ গত বছরের ১১ জুন এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয়েছিল।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদপিণ্ডে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এজন্য ২০২১ সালের এপ্রিলে গুলশানের বাসা 'ফিরোজা'য় করোনায় আক্রান্ত হওয়ার পর অসুস্থতা নিয়ে তাকে ৬ বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

 

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago