টিকিটে ইংল্যান্ডের জায়গায় যুক্তরাজ্যের পতাকা, ভুল দেখছে না বিসিবি 

ইংল্যান্ড ও যুক্তরাজ্যের পতাকার ভিন্নতাতে বিভ্রান্ত হলো বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচ টিকিটে ছাপা হলো যুক্তরাজ্যের পতাকার ছবি। তবে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এতে কোনো ভুল দেখছেন না। 

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডকে নিয়ে গঠিত যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। বিসিবি তাদের ছাপানো টিকিটে ব্যবহার করেছে নীলের মধ্যে লাল-সাদা 'ক্রস' চিহ্নিত যুক্তরাজ্যের পতাকার ছবি। 

ইংল্যান্ড ক্রিকেট খেলে ওয়েলসের সঙ্গে। ক্রিকেটের বেলায় তারা ব্যবহার করে ইংল্যান্ডের সাদার উপর লাল 'প্লাস' চিহ্নিত পতাকা। 

আগামীকাল বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড। এর আগের দিন মঙ্গলবার থেকে শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে শুরু হয় টিকিট বিক্রি। বিপুল মানুষকে দেখা যায় টিকিট কেনার লাইনে। 

দর্শকদের হাতে থাকা টিকিটে দেখা যায়, বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাজ্যের পতাকার ছবি। ইংল্যান্ড থেকে আসা সাংবাদিকরাও এই ভুল দেখে হাস্যরস করেন। তবে এটিকে একদম ভুল হিসেবে মানতে চান না নিজামউদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, '(পতাকার বিষয়টি) আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম, তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।' 

প্রধান নির্বাহী এমন ব্যাখ্যা দিলেও আইসিসি বা ইসিবির ওয়েবসাইটে মূলত ইংল্যান্ডের পতাকার ছবিই ব্যবহার হয়ে আসছে।

টিকিটে বিসিবির ভুল করার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলা শুরুর সময় সকাল ১০টার বদলে লেখা হয়েছিল রাত ১০টা। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকিটে বাংলাদেশের নামই লেখা হয়েছিল ভুল বানানে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago