ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামীসহ দুই জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামীসহ দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-- সদরপুর উপজেলার জাহাঙ্গীর মোল্লা (৪৯) ও চুন্নু মাতুব্বর (৫০)।
মামলার এজাহারে বলা হয়, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন জাহাঙ্গীর। ২০১২ সালের ১৩ জানুয়ারি স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মেহগনি বাগানে ফেলে রাখেন আসামি জাহাঙ্গীরসহ অভিযুক্তরা।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদরপুর থানায় স্বামী জাহাঙ্গীর ও চুন্নুসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
২০১২ সালের ২৮ নভেম্বর সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ৭ জনের নামে অভিযোগপত্র জমা দেন। তদন্তে নিহতকে ধর্ষণের পর হত্যার ঘটনা উঠে আসে।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জাহাঙ্গীর ও চুন্নুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং তাদের দুজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। বাকি পাঁচ আসামির অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
Comments