গুলিস্তানে বিস্ফোরণ

তৃতীয় দিনের উদ্ধার কাজ চলছে

সিদ্দিকবাজারের বিস্ফোরিত ভবনটিতে চলছে উদ্ধারকাজ৷ ছবি: পলাশ খান/স্টার

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরিত ভবনটিতে তৃতীয় দিনের মতো উদ্ধারকাজ চলছে৷

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উদ্ধারকাজ শুরু হয়।

ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৮টায় আমরা কাজ শুরু করেছি৷ ওই সময় ভবনের নীচে প্রচুর পানি থাকায় সেগুলো সেচে তারপর উদ্ধারকাজ শুরু করা হয়েছে।'

এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago