ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৬

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর যানবাহনের আগুন নেভানোর কাজ করছেন জরুরি কর্মীরা। ছবিটি ৯ মার্চ কিয়েভ থেকে তোলা। ছবি: রয়টার্স

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতে এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দেশটির জরুরি পরিষেবার তথ্যমতে, পশ্চিম লিভিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। সেখানে অন্তত ৫ জন নিহত হয়েছেন। 

সামরিক যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে তোলা ড্রোন ফুটেজে বিধ্বস্ত হওয়া বাড়িটি দেখা গেছে। এছাড়া কেন্দ্রীয় ডিনিপ্রো অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

রয়টার্স জানায়, খেরসনে পৃথক পৃথক অঞ্চলে কামানের আঘাতে আরও ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

৫ মাস আগে মস্কো ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযান শুরু করে।  ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ক্ষেপণাস্ত্র হামলা তুলনামূলক কমে গিয়েছিল। তবে নীরবতা ভেঙে গতকাল রাতে আবারও অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চলে।

 ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলায় ১০টি অঞ্চলের অবকাঠামো ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

Comments