সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

সাইন্স ল্যাব এলাকার এই ভবনটিতে বিস্ফোরণ ঘটে। ছবি: সিফাত আফরিন শামস/স্টার

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ৩ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) মারা গেছেন। তার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ ঘটনায় ৪ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আশার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। এরসঙ্গে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছিল। আজ সকালে আইসিইউতে তিনি মারা যান।

নিহতের আত্মীয় জান্নতুল ফেরদৌস জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। তারা জিগাতলা ট্যানারি মোড়ে থাকতেন। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন।

এর আগে, গত ৫ মার্চ সকাল পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণে ৩ জন নিহত হন।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

14m ago