শোকজ ছাড়া চাকরিচ্যুত করতে পারবে দুদক, চাকরি ফিরে পাচ্ছেন না শরীফ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।

এ রায়ের পর দুদকের সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০০৮ সালের দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) বিধিতে বলা হয়েছে,  কমিশন কোনো কর্মচারীকে ৯০ দিনের নোটিশ প্রদান করে অথবা ৯০ দিনের বেতন পরিশোধ করে চাকরি থেকে অপসারণ করতে পারবে।

এই ধারা বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন আজ বৃহস্পতিবার তা খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুপ্রিম কোর্টের রায়ের পর, দুদক তার যে কোনো কর্মকর্তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করতে পারে। যেকোনো অসাধু কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করতে হলে দুদকের জন্য এ ধরনের বিধান জরুরি, এটি অত্যন্ত স্পর্শকাতর প্রতিষ্ঠান।'

সুপ্রিম কোর্টের রায়ের পর দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক শরীফকে দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস-২০০৮ এর ৫৪(২) ধারায় বরখাস্ত করা হয়। শরীফ উদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago