বাংলাদেশ-আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজ শেষ জাকিরের, জ্বরে ভুগছেন তামিম

Zakir Hasan
জাকির হাসান। ছবি: ফিরোজ আহমেদ

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পাওয়া জাকির হাসানকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই বাঁহাতি ব্যাটার আঙুলের চোটের কারণে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে। এছাড়া, জ্বরে ভুগছেন এই সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল।

সিলেটে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী শনিবার। সেটাকে সামনে রেখে গত রোববার প্রথম দুই ম্যাচের জন্য ১৬ জনের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ২৫ বছর বয়সী জাকিরের নাম থাকলেও খেলা হচ্ছে না তার।

বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন তিনি। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে এখনও বদলি হিসেবে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি।

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জাকির সম্প্রতি টেস্টে সুযোগ পেয়ে চিনিয়েছেন নিজেকে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাকে দারুণ আগ্রাসী মেজাজে দেখা যায়। তবে কপাল মন্দ তার, চোটের কারণে চলে গেলেন মাঠের বাইরে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে এদিন সকালে সিলেট পৌঁছানো তামিম আক্রান্ত হয়েছেন জ্বরে। তবে এই অভিজ্ঞ ওপেনারের আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের বাংলাদেশের ওয়ানডে দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Six banks shine, five hit record losses

Toxic assets sink banks, while low bad loans and bonds buoy others

12h ago