সেতুর সঙ্গে ধাক্কায় ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

সেতুর সঙ্গে ধাক্কায় ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
সেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার চকরিয়ায় পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আজ শনিবার ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। কক্সবাজারমুখী পণ্যবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে ট্রাকটি ওই এলাকার ১২ নম্বর সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী আহত হন।'

তিনি আরও বলেন, 'পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

2h ago