৭৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান দুর্নীতির শিকার: সমীক্ষা

আজ মঙ্গলবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের যৌথ সমীক্ষায় এ তথ্য উঠে আসে। 
এসএমই
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। প্রতিকী ছবি: স্টার

দেশের প্রায় ৭৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) দুর্নীতির শিকার বলে উঠে এসেছে এক সমীক্ষায়।

আজ মঙ্গলবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের যৌথ সমীক্ষায় এ তথ্য উঠে আসে। 

উৎপাদন ও সেবা খাতের ৪০০ করে মোট ৮০০ প্রতিষ্ঠানের ওপর এই সমীক্ষা পরিচালিত হয়। এ প্রতিষ্ঠানগুলোকে 'সারা দেশের প্রতিনিধিত্বকারী' হিসেবে উল্লেখ করা হয়।

২০২১ এর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ সমীক্ষা পরিচালিত হয়। 

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সমীক্ষা থেকে পাওয়া তথ্য প্রকাশ করা হয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ শতাংশ জানান তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন, ৪৮ শতাংশ চাঁদাবাজির শিকার হয়েছেন এবং ৬১ শতাংশ জানান তারা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এসএমইগুলো জানিয়েছে, তাদের ট্রেড লাইসেন্স পেতে, ব্যাংক থেকে ঋণ নিতে এবং পরিদর্শন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে ঘুষ দিতে হয়েছে।

সমীক্ষার নেতৃত্ব দেন ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, সরকারের দুর্নীতিবিরোধী ব্যবস্থাকে আরও নাগরিকবান্ধব হতে হবে, যাতে সাধারণ নাগরিকরা অভিযোগ করে প্রতিকার পেতে পারে।

 

Comments