মিমি আপার সঙ্গে এই প্রথম অভিনয় করলাম: মৌ

সাদিয়া ইসলাম মৌ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

সাদিয়া ইসলাম মৌ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ মডেলদের একজন। দেশে মডেল বললে প্রথমেই যেন চোখে ভেসে উঠে তার চেহারা। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি অনেক। সাড়া জাগানো মডেল ও নৃত্যশিল্পী মৌ অভিনয়েও সফল।

সম্প্রতি তিনি আরিফ খান পরিচালিত 'চাঁদ হাসে আলো আসে' নামের ৬ পর্বের একটি ঈদের নাটকে অভিনয় করেছেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে এই নাটকসহ নানা বিষয়ে কথা বলেছেন মৌ।

দেশসেরা মডেল আপনি। নৃত্যশিল্পী হিসেবেও আপনার খ্যাতি অনেক। তেমনি অভিনেত্রী হিসেবেও সফল আপনি। তারপরও অভিনয়ে কম দেখা যায় কেন?

মৌ: ৩টি মাধ্যমকেই ভালোবাসি। তবে নাচ আমার কাছে সবার আগে। কিন্ত মডেলিং, অভিনয়ও গুরুত্ব পায় অনেক। ভালো স্ক্রিপ্ট পেলে, পছন্দ মতো গল্প ও চরিত্র পেলে অভিনয় করি।

সম্প্রতি একটি ঈদের নাটকে অভিনয় করেছেন।

মৌ: ফারিয়া হোসেনের লেখা এবং আরিফ খানের পরিচালনায় একটি ঈদের নাটকের শুটিং শেষ করেছি। নাটকটির নাম 'চাঁদ হাসে আলো আসে'। এটি একটি পারিবারিক গল্পের নাটক। পারিবারিক গল্পের নাটক এখন কম হয়। সেজন্য এই নাটকে, এত সুন্দর গল্পের নাটকে অভিনয় করে খুব ভালো লেগেছে। পারিবারিক গল্পের নাটক বেশি হলে সবার জন্যই বিষয়টি ভালো। একসময় প্রচুর পারিবারিক গল্পের নাটক হতো।

সাদিয়া ইসলাম মৌ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

অনেক প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন এই নাটকে। কেমন লেগেছে তাদের সঙ্গে কাজ করে?

মৌ: সেটাই বলছি। ফেরদৌসী মজুমদার সবার শ্রদ্ধার শিল্পী, তিনি অভিনয় করেছেন। দিলারা জামান সবার শ্রদ্ধার শিল্পী, ডলি জহুরও সবার শ্রদ্ধার শিল্পী। তাদের মতো লিজেন্ডরা অভিনয় করেছেন একই নাটকে। এটা বাড়তি ভালোলাগা। একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে এটি অনেক বেশি ভালো লেগেছে।

এ ছাড়া এ নাটকে আফসানা মিমি আপা অভিনয় করেছেন। তার পরিচালনায় আমি অভিনয় করেছি, কিন্তু তার সঙ্গে প্রথমবার অভিনয় করা হলো আরিফ খানের এই নাটকের মধ্যে দিয়ে। এটাও ভীষণ ভালো লাগার বিষয়। মিমি আপা আমার ভীষণ প্রিয় শিল্পী।

নাটকে আপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই।

মৌ: এই নাটকে আমাকে দেখা যাবে বিদেশে থাকি এমন একটি চরিত্রে। ফারিয়া হোসেন সবসময় যত্ন নিয়ে নাটক লেখেন। চরিত্রটি উপভোগ করেছি। আরিফ খানও যত্ন নিয়ে পরিচালনা করেন, এবারও করেছেন। বিদেশে থাকা একটি মেয়ের গল্প, সঙ্গে পরিবারের গল্প উঠে এসেছে।

ঈদের জন্য নাচের অনুষ্ঠানের শুটিং কি শুরু করেছেন?

মৌ: না, এখনও নাচের অনুষ্ঠানের শুটিং শুরু হয়নি। হয়তো সামনে হবে। নাচকে তো খুব খুব ভালোবাসি। নাচ আমার কাছে অনেক ভালোবাসার।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago