ভালো গল্প-চরিত্র পেয়েছি বলেই ওয়েব ফিল্মটি করেছি: মৌ

সাদিয়া ইসলাম মৌ দেশসেরা একজন মডেল। পাশাপাশি অভিনয়ও করেন। সুপরিচিত একজন নৃত্যশিল্পীও তিনি। কিছু বিশেষ নাটকেও তাকে দেখা যায়। তবে, এবার তিনি একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়েব ফিল্ম।
আকা রেজা গালিব পরিচালিত নতুন এই ওয়েব ফিল্মের নাম 'গহীন অতল'। বিখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের 'আর্তনাদ' উপন্যাস থেকে ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিং শেষ হয়েছে।
সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নতুন ওয়েব ফিল্ম, অভিনয় ক্যারিয়ার, নাচ, মডেলিংসহ নানা বিষয় নিয়ে।
নতুন ওয়েব ফিল্ম সম্পর্কে মৌ বলেন, কাজী আনোয়ার হোসেনের মতো বিখ্যাত একজন লেখকের উপন্যাস থেকে ওয়েব ফিল্মের গল্প নেওয়া হয়েছে। পরিচালকের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর দেখলাম গল্পটা সুন্দর। ভালো গল্প ও ভালো চরিত্র পেয়েছি, তাই ওয়েব ফিল্মটি করেছি। আমার ক্যারিয়ারে এটি দ্বিতীয় ওয়েব ফিল্ম। বেশ আগে একটি করেছিলাম।
'এই ওয়েব ফিল্মে অনেক বড় বড় শিল্পীরা অভিনয় করেছেন। গাজী রাকায়েত ভাই আছেন। রাশেদ মামুন অপু আছেন। আরও অনেকে আছেন। তারা নিজ নিজ গুণে পরিচিত। অনেকদিন পর ভালো একটি কাজ করেছি।'
দর্শকদের চাহিদা থাকার পরও কেন আপনি কাজ কম করেন? জানতে চাইলে সাদিয়া ইসলাম মৌ বলেন, কাজ কম করি কথাটা ঠিক না। সত্যি কথা বলতে প্রস্তাব আসছে, যদি ভালো কাজ হয় তাহলে কিন্তু ফিরিয়ে দিচ্ছি না। সম্মানের সঙ্গে যদি ডাকে, তাহলে করব। কাজেই, ফিরিয়ে দিচ্ছি বিষয়টি তা নয়। যদি ভালো কাজের প্রস্তাব আসে, গল্প পছন্দ হয়, চরিত্র পছন্দ হয়, তাহলে করি।

মাঝে চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মৌ। সেই বিষয়ে তিনি বলেন, তিনি জানেন আমি কী ধরনের কাজ করি। আমার পছন্দটা জানে। ফারিয়া হোসেন আপার স্ক্রিপ্ট ছিল সেটা।
এখনো নারী মডেলদের মধ্যে আপনাকে দেশসেরা হিসেবেই বলা হয়। কীভাবে দেখেন বিষয়টি, প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি কথা বলতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। যারা আমার সম্পর্কে এভাবে বলেন, আমার কাজ ভালোবাসেন। ভীষণভাবে নিজেকে ধন্য মনে করি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দর্শকরা আমাকে ভালোবেসেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা আমাকে দিয়ে কাজ করিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আফজাল হোসেন, আনোয়ার হোসেন বুলুসহ সবার প্রতি চির কৃতজ্ঞ। সবার সমন্বয়ে একটি ভালো কাজ হয়। সবার প্রতি সম্মান। তারা আমাকে নিয়ে কাজ করেছেন।
নাচ প্রসঙ্গে মৌ বলেন, নাচ আমার ভালোবাসার জায়গা। তিন বছর বয়স থেকে নাচ করছি। নাচ নিয়ে অনেক চিন্তা করি। যারা আমাদের গুরু ছিলেন নাচে, তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তারা জায়গা তৈরি করে দিয়ে গেছেন।
জাহিদ হাসান অভিনীত 'উৎসব' সিনেমা দেখেছেন কি না, জানতে চাইলে মৌ বলেন, উৎসব দেখেছি। খুব ভালো লেগেছে। পরিচালক ভালো করেছেন। জাহিদ হাসান ছাড়াও মিমি আপা, জয়া, চঞ্চল, অপি করিমসহ অনেকে অভিনয় করেছেন। সবার অভিনয় ভালো লেগেছে।
'প্রত্যেকে যার যার দিক থেকে ভালো করেছেন। অনেক বছর পর জাহিদ হাসান ভালো একটি সিনেমা করেছে। তার অভিনয় সবাইকে ছুঁয়ে গেছে। আমারও ভালো লেগেছে', বলেন তিনি।
Comments