জাতীয় স্লোগান জয় বাংলার সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ কেন নয়, হাইকোর্টের রুল

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

জাতীয় স্লোগানে 'জয় বাংলা'র সঙ্গে 'জয় বঙ্গবন্ধু' যুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল এ রিট আবেদন করেছিলেন। 

আবেদনে প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বলা হয়, সংবিধানে জাতীয় স্লোগান হিসেবে 'জয় বাংলা' উল্লেখ করে গেজেট জারি করা হলেও, এতে 'জয় বঙ্গবন্ধু' অন্তর্ভুক্ত করা হয়নি।

স্লোগানে 'জয় বঙ্গবন্ধু' যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার অনুরোধ জানানো হয় আবেদনে।  

আজ আদালতে মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল নিজেই আবেদনটি উপস্থাপন করেন এবং শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ-আল-মাহমুদ বাশার।

 

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago