সাকিবের এত কম বোলিংয়ের কারণ বুঝতে পারছেন না ডোনাল্ডও

Shakib Al Hasan
দিনের বেশিরভাগ সময় মাঠে থাকলেও বোলিংয়ে সাকিবকে দেখা গেছে খুব কম। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আগের দিন বিকেলে ১৭ ওভারের মধ্যেই ৭ ওভার বল করেছিলেন সাকিব আল হাসান, আইরিশ ব্যাটারদের দাপটে তৃতীয় দিনে বাকি বোলাররা যখন হতাশায় পুড়ছেন, পুরো দিনে ৯০ ওভারের মধ্যে সাকিব হাত ঘুরালেন কেবল ৬ ওভার। তাও ছাড়া ছাড়া ভাবে। প্রথম ইনিংসে ৬৫ ওভার পরে বল করতে এসে কেবল তিন ওভার বল করেছিলেন তিনি। বোলিং থেকে তার এমন দূরে থাকার কারণ সম্পর্কে কোন ধারণা করতে পারছেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। 

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রান করে ১৫৫ রানের লিড নেয় বাংলাদেশ। বড় লিডে পিছিয়ে দ্বিতীয় দিন বিকেলে ৭ ওভারের মধ্যে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আইরিশরা। সেই চার উইকেটে দুটোই নিয়েছিলেন সাকিব।

তৃতীয় দিন নেমে সকালে বোলিং শুরু করেন সাকিবই। টানা দুই ওভার বল করার পর খানিক বিরতির পর করেন এক ওভার। লাঞ্চের ঠিক আগে ফিরে করেন আরও এক ওভার।  দিনের মাঝের সময়টায় আর বলই  করেননি। নতুন বল হাতে নিয়ে আবার বল করতে এসে দুই ওভার বল করতে দেখা যায় তাকে।

সাকিবের নিষ্প্রভ দিন স্বপ্নময় কেটেছে আয়ারল্যান্ডের। পুরো দিনে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান যোগ করেছে তারা। লোরকান টাকারের সেঞ্চুরিতে  ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে ১৩১ রানে।

হতাশায় মোড়ানো দিন শেষে গণমাধ্যমে কথা বলতে আসেন ডোনাল্ড। তার কাছে সাকিবের কম বোলিংয়ের কারণ জানতে চাওয়া হলে তিনি দেন ব্যাখ্যা,  'স্বীকার করতে হবে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। সে কয়েকবার বাইরে বেরিয়েছে, তবে বাথরুম বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই। সে হয়তো বাকিদের সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন। ১৩ ওভারে ২০ রানের মতো (২৬) খরচ করে ২ উইকেট নিয়েছে।' 

৮০ ওভার পর দ্বিতীয় নতুন বল নিয়ে বাংলাদেশ আশায় ছিল আইরিশদের গুঁড়িয়ে দেওয়ার। তবে অ্যান্ডি ম্যাকব্রেইনরা সেই সময়টা সহজেই পার করে দেন। নতুন বলে সেঞ্চুরিয়ান টাকারের উইকেট পড়লেও তিনি আউট হয়েছেন ইবাদত হোসেনের বলে মারতে গিয়ে। পুরো দিন খেটেও আইরিশদের ৬ উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এজন্য উইকেটের আচরণেরও কিছু দায় দিচ্ছেন তিনি,  'আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, আমি মনে করেছিলাম এটি বড় ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটি (নতুন বল) গতকালের মতো অত স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। আপনি এই উইকেটে থিতু হয়ে গেলে রান করতে পারবেন। আমি এই প্রশ্নটা (বেশি বোলিং না করা) সাকিবকেই করার জন্য রেখে গেলাম (হাসি)।'

অনেক সময় টেকনিক্যাল কারণে কোন বোলার কম বল করতে পারেন। তবে সাকিবের বেলায় যে তেমন কোন চিন্তা ছিল না, তা ফুটে উঠে ডোনাল্ডের কণ্ঠে,  '(সাকিব বোলিং করলে আরও ভালো হতো কি না?) হ্যাঁ অবশ্যই! সে যেটা দারুণভাবে করে, এক প্রান্ত পুরো আটকে ফেলে। তার বল খেলা কঠিন। কারণ সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে খুব স্মার্টলি গতির তারতম্য করে। যদিও সারা দিন তেমন টার্ন করেনি, তবে আমার মনে হয়েছে, সে হয়তো এক প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারত।'

'তবে আমি অন্যদের কথাও বলব। আমার মতে, মিরাজ, তাইজুল ও তিন পেসার আজকে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তবে যেমন চেয়েছি তা হয়নি। কালকের সকাল খুব গুরুত্বপূর্ণ। তারা এখন সম্ভবত ১৩০ রানে (১৩১) এগিয়ে আছে। তো আমাদের দ্রুত উইকেট তুলে নিতে হবে এবং ব্যাটিং করতে হবে।'

সাকিবের কম বল করা নিয়ে অবাক হলেও তাতে স্বাভাবিকভাবে খুশি আয়ারল্যান্ড। সেঞ্চুরিয়ান কথার সুরে বুঝিয়ে দেন সাকিবের বল না করা তাদের জন্য ছিল স্বস্তির,  'সে কাল শেষ বিকেলে দারুণ বল করেছে। সে আজ বেশি বল করেনি এজন্য আমি বলব না যে আমি হতাশ । আমি তাদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলব না(হাসি)।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago