ফরিদপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারীতে ৩২ পিস ইয়াবাসহ ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আশরাফুজ্জামান জোহাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আশরাফুজ্জামান জোহা ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার রাত ১১টার দিকে বোয়ালমারীর মহিশালা এলাকা থেকে ইয়াবাসহ আশরাফুজ্জামানকে আটক করে পুলিশ। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, আজ রোববার সকালে তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ওসি আরও বলেন, 'আশরাফুজ্জামানকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছিল। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।'

এদিকে আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর আজ ফরিদপুর জেলা ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি, তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago