ঠাকুরগাঁও

আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ৯ ও আওয়ামীপন্থীদের ৩ পদে জয়

ঠাকুরগাঁও
স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপিপন্থী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন।

অন্যদিকে, কোষাধ্যক্ষ ও ২টি সদস্য পদে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

রোববার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হামিদ।  

আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আব্দুল হালিম সভাপতি পদে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু জাফর সামসুদ্দীন পান ৮০ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। 

সকাল ১০টা থেকে বিকেল ৪টা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২টি পদে দুটি প্যানেলের মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

নির্বাচনে আইনজীবী সমিতির মোট ২২৩ জন ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago