মোশাররফ করিম নতুন ধারাবাহিকে

মোশাররফ করিম
মোশাররফ করিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। গাজীপুর জেলার পূবাইলে শুটিং চলছে গোলকধাঁধা নামের এই নাটকের। 

এক ঝাঁক অভিনয়শিল্পী শুটিং করছেন এ নাটকে। মোশাররফ করিম অভিনয় করছেন প্রধান চরিত্রে।

গোলকধাঁধা নাটকটি পরিচালনা করছেন শামীম জামান। পরিচালনার পাশাপাশি তিনিও একটি চরিত্রে অভিনয় করছেন।

মোশাররফ করিমকে এই নাটকে দেখা যাবে গ্রামের যুবকের চরিত্রে। এই নাটকে তার চরিত্রের নাম সুন্দর। সুন্দর নানারকম ফাঁদ পেতে মানুষকে পথে বসায়।

পরিচালক শামীম জামান বলেন, 'নাটকের গল্প চমৎকার। সবাই মোটামুটি গোলকধাঁধার মধ্যে বসবাস করে। এ জন্যই নাটকটি সবার পছন্দ হবে। একটি গ্রামে ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষের বাস। সেখানে একদল মানুষ আছে যারা ফাঁদ পেতে অনেকের জীবন শেষ করে দেয়। যারা এই কাজটি করছে তারা বৈধভাবে উপার্জন করছে না। দর্শকরা বিনোদনের পাশাপাশি মেসেজও পাবেন।'

মোশাররফ করিম বলেন, 'চেষ্টা করছি চরিত্রটি হয়ে উঠতে। খুব ভালো একটি চরিত্র। আশা করছি সবার ভালো লাগবে।'

নতুন এই ধারাবাহিক নাটক ছাড়াও এবারের ঈদে মোশাারফ করিমকে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে। 

সকাল আহমেদের পরিচালনায় শুটিং শেষ করেছেন সব দোষ হোসেন আলী নাটকের। 

শামীম জামানের পরিচালনায় শুটিং শেষ করেছেন ঈদের নাটক গাড়িওয়ালার। 

এছাড়া সোহেল হাসান পরিচালিত রাত জাগা শহর নাটকের শুটিংও শেষ হয়েছে।

অন্যদিকে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ মহানগর-টু আসছে শিগগিরই।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

1h ago