সিলেট সিটি মেয়র আরিফুল হকের বাসায় আগুন, ৩০ মিনিট পর নিয়ন্ত্রণে
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমার পাড়ায় মেয়রের দোতলা বাসার নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ঘরের আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই রাত ৯টার দিকে বাড়ির লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরিফুল হক চৌধুরীও বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
মেয়রের ব্যক্তিগত সহকারী মহিবুল ইসলাম ইমন জানান, ঘরের পুরুষরা সবাই তারাবির নামাজে মসজিদে থাকার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, মেয়রের বাসায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় একটি কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ পরে জানাবো হবে।
Comments