কুমিল্লার শশীদলে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

তবে, লুপ লাইনে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মূল রেলপথ চালু আছে।
শশীদল স্টেশনে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ বিকেল সোয়া ৩টায় কুমিল্লার শশীদল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

তবে, লুপ লাইনে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মূল রেলপথ চালু আছে।

রেলওয়ে জিআরপি কুমিল্লা ফাঁড়ির উপপরিদর্শক মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে ট্রেনটি এখন শশীদল রেলস্টেশনে আটকে আছে।।

রেলওয়ে কুমিল্লার সিনিয়র উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান ডেইলি স্টারকে জানান, ইতোমধ্যে আখাউড়া থেকে শশীদলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। 

লুপ লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মূল রেলপথ চালু আছে, ট্রেন চলাচল অব্যাহত আছে বলে জানান তিনি।

Comments