ইউক্রেনকে মোট ১,৫৫০ সাঁজোয়া যান ও ২৩০ ট্যাংক দিয়েছে ন্যাটো

দনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর সাঁজোয়া যান। ছবি: রয়টার্স
দনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর সাঁজোয়া যান। ছবি: রয়টার্স

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মিত্র ও অংশীদাররা ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি সাঁজোয়া যান ও ২৩০টি ট্যাংক দিয়েছে।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি ন্যাটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীকে সুবিন্যস্ত রাখতে ও রাশিয়ার অধিকৃত ভূখণ্ডের দখল ফিরে পেতে সহায়তা করার জন্য এসব উপকরণ দেওয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ জানান, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে সরবরাহ করা 'যুদ্ধে ব্যবহারযোগ্য সামরিক পরিবহনের' ৯৮ শতাংশেরও বেশি এসেছে ন্যাটোর অংশীদার ও মিত্রদের মাধ্যমে।

'আমরা ইউক্রেনের মোট ৯টি নতুন সশস্ত্র ব্রিগেডকে প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে প্রস্তুত করেছে। এতে অধিকৃত ভূখণ্ডের দখল ফিরিয়ে নেওয়ার অব্যাহত প্রক্রিয়ায় ইউক্রেন একটি বলিষ্ঠ অবস্থানে থাকবে', যোগ করেন স্টলটেনবার্গ।

 

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

45m ago