অধিকৃত খেরসন-লুহানস্ক সফর করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ক্রেমলিনের বরাত দিয়ে রয়টার্স জানায়, পুতিন খেরসনে সামরিক কমান্ড বৈঠকে অংশ নেন এবং লুহানস্কে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন।
পুতিন লুহানস্কে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স
পুতিন লুহানস্কে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ২ অঞ্চল সফর করেছেন। গত বছর একটি গণভোটের মাধ্যমে এ অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ করে নেন তিনি।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের বরাত দিয়ে রয়টার্স জানায়, পুতিন খেরসনে সামরিক কমান্ড বৈঠকে অংশ নেন এবং লুহানস্কে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন।

তবে পুতিন কবে এসব জায়গায় গেছেন, তা নির্দিষ্ট করে জানায়নি ক্রেমলিন।

খেরসনে তিনি বিমানবাহিনীর কমান্ডার, 'নাইপার' সেনাদলের সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে খেরসন ও ঝাপোরিঝঝিয়ায় যুদ্ধের সর্বশেষ তথ্য জেনে নেন।

পুতিন গত সেপ্টেম্বর দনেৎস্ক, খেরসন, ঝাপোরিঝঝিয়া ও লুহানস্ক দখল করে রাশিয়ার অংশ করে নেন। ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা এ উদ্যোগকে নাকচ করে জানিয়েছে, রাশিয়া এসব অঞ্চলের আংশিক দখল নিয়েছে মাত্র।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুতিন খুব বেশিবার ইউক্রেন সফর করেননি।

গত মাসে তিনি ক্রিমিয়া অঞ্চল ও মারিউপোল শহরে যান।

 

Comments