বগুড়ায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার ধুনটে ৮ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে আরও ২ কিশোর জড়িত বলে স্বীকার করেছে গ্রেপ্তার কিশোর।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার পর ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পাশের এক জঙ্গল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা ধুনট থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর শুক্রবার রাতে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, তারা ৩ বন্ধু গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাঙ্গী বিদ্যালয়ের মাঠে শিশুটিকে ধর্ষণ করে। তখন তাদের চিনে ফেলায় তারা প্রথমে মাথায় আঘাত করে এবং পরে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। পরে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয় মরদেহ।

অন্য ২ কিশোরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago