২ মামলায় মামুনুলের জামিন বহাল, এখনই কারামুক্তি নয়

মামুনুল হক। স্টার ফাইল ছবি

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক হাইকোর্ট থেকে যে ৫ মামলায় জামিন পেয়েছিলেন, তার দুটিতে আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে এ আদেশের পরেও কারামুক্ত হতে পারছেন না তিনি।  

আজ রোববার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি পৃথক আবেদনে নো অর্ডার দিয়েছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। বাকি ৩ মামলার শুনানি এখনো হয়নি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ৩ মে হাইকোর্ট দুটি ফৌজদারি মামলায় মামুনুল হকের জামিনের আবেদন খারিজ করেছেন, তবে অন্য ৫টি মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছেন।'

দুটি মামলায় জামিন দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আজ রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির বেঞ্চে পৃথক দুটি আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে মামলাগুলোর তদন্ত এখনও শেষ না হওয়ায় আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনে 'নো অর্ডার' দিয়েছেন বলে জানান তিনি।

২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে সহিংসতা অভিযোগ এবং ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল বলে জানান তিনি।

এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

গত ৩ মে হাইকোর্টের জামিন আবেদনের পর মামুনুল হকের আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'এই ৫ মামলায় জামিন পেলেও তিনি কারামুক্ত হতে পারছেন না। কারণ এই ৫ মামলা ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।'

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago