দুদকের অভিযোগ থেকে হুইপ সামশুল হককে অব্যাহতি
জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের (পটিয়া) সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরদ্ধে আনা দুর্নীতি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
সোমবার দুদক সচিব মাহবুব হোসেনের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় হুইপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি পরিসমাপ্তি ঘোষণা করা হলো।
দুদকের তথ্যমতে, ২০১৯ সালে সংসদ সদস্য সামশুলের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, দুর্নীতিসহ ১৫টি অভিযোগ জমা হয়। দীর্ঘ প্রায় ৩ বছর অনুসন্ধান করে কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে সংসদ সদস্য সামশুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনুসন্ধানের শুরুতেই কয়েকটি সংবাদমাধ্যম পারিবারিক, রাজনৈতিক ও সামাজিকভাবে আমার সম্মানহানী করে। এরপরেও আমি দুদক ও আইনের প্রতি আস্থাশীল ছিলাম। আমি দেশের আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল।'
Comments