তারেক-জোবাইদার বিরুদ্ধে দুদকের মামলা: রাষ্ট্রপক্ষের ৫ সাক্ষীকে ২১ মে হাজিরের নির্দেশ

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০০৭ সালের দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের ৫ সাক্ষীকে আগামী ২১ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদাও তাদের মধ্যে রয়েছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশারফ হোসেন কাজলের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।
আবেদনে পিপি বলেন, অনিবার্য কারণে অভিযোগকারী আদালতে উপস্থিত হতে পারেননি। পিপি পরবর্তী নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার জন্য আরও ৪ জন সাক্ষীকে তলব করার আবেদন করেছেন।

এর আগে গত ১৩ এপ্রিল তাদের অনুপস্থিতিতে একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তারেক রহমান ও জোবাইদা ২০০৮ সাল থেকে লন্ডনে আছেন।

২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা তারেকের বিরুদ্ধে আরও ১৫টি মামলা রয়েছে। 

একই আদালত গত বছরের ১ নভেম্বর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত বছরের ২৬ জুন তারেক রহমান ও জোবাইদাকে 'পলাতক' ঘোষণা করে মামলার চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

এর আগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও ২ কোটি ১৬ লাখ টাকার সম্পদ বিবরণী গোপনের অভিযোগে কাফরুল থানায় মামলা করে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তবে জোবাইদার মায়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়।

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও দুটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
Americans on Israel and Palestine

Most Americans believe countries should recognise Palestinian state

The survey was taken amid hopes that Israel and Hamas would agree on a ceasefire

3h ago