চ্যাটজিপিটি এখন ইন্টারনেট ঘেঁটে তথ্য দিতে পারে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই তাদের চ্যাটবট চ্যাটজিপিটির যে সবশেষ আপডেট নিয়ে এসেছে, সেখানে চ্যাটজিপিটি ব্যবহার করে অনলাইনে নানা ধরনের তথ্যের অনুসন্ধান করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটি খুব বড় ধরনের একটি অর্জন। 

এর ফলে চ্যাটজিপিটি এখন সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে শুরু করে সেগুলোর অগ্রগতি এবং হালনাগাদ তথ্যসহ বিভিন্ন বিষয়ের সবশেষ তথ্য সরবরাহ করতে পারবে। 

এর আগে চ্যাটজিপিটি শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতে উত্তর দিতে পারতো। এ সংস্করণটি অসাধারণ ভাষা দক্ষতা দেখালেও আপডেট তথ্য প্রদানের ক্ষেত্রে বেশ ঝক্কি পোহাতো। 

তবে ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে এ ক্ষেত্রে বিশাল পরিবর্তন এসেছে। এর ফলে চ্যাটজিপিটি বর্তমানে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদানেও বেশ উন্নতি করেছে।

ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়ার মাধ্যমে চ্যাটজিপিটির বিশাল একটি তথ্যভাণ্ডারের সঙ্গেও সংযুক্ত হয়েছে। ফলে সাম্প্রতিক তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে বুদ্ধিদীপ্ত উত্তর প্রদানে সক্ষম হচ্ছে চ্যাটজিপিটি। 

Comments

The Daily Star  | English

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

10h ago