অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
ভূমিকম্পের স্থান। ছবি: গুগল থেকে নেওয়া

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে লয়ালটি আইল্যান্ডের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্রের (পিটিডব্লিউসি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সেই অঞ্চলে ভানুয়াতু, ফিজি ও নিউ কালেদোনিয়ার সুনামির আশঙ্কা আছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো লর্ড হওই আইল্যান্ডের পূর্ব উপকূলে সুনামির আশঙ্কার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সাগরের ৩৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির সৃষ্টি হয়।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, 'শক্তিশালী ঢেউয়ের' আশঙ্কা আছে। উপকূলে 'অপ্রত্যাশিত ঢেউ' দেখা গেছে।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

46m ago