কুমিল্লায় পুলিশের বাধায় বিএনপির পদযাত্রা পণ্ড

পুলিশের বাধায় পদযাত্রা করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিএনপি। ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দাবিতে কুমিল্লায় মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পদযাত্রা করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা। 

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের ভিক্টোরিয়া কলেজ রোডে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। চকবাজারের উদ্দেশে পদযাত্রা শুরুর পর ভিক্টোরিয়া কলেজ রোডেই লিবার্টির সামনে পুলিশ বাধা দেয়। 

এসময় বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী শ্লোগানে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

সেখানে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 'পুলিশ যতই বাধা দিক না কেন, বিএনপির কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে চলবে।'

এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।                         

জানতে চাইলে কু‌মিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সা‌র্কেল) মো. কামরান হো‌সেন দ্য ডেইলি স্টারকে ব‌লেন, 'নগ‌রে যানজট ও জনগ‌ণের নিরাপত্তার স্বার্থে বিএনপির পদযাত্রা নগ‌রের প্রধান সড়ক কা‌ন্দিরপা‌ড়ে আস‌তে দেওয়া হয়‌নি। তাদের নিজ কার্যাল‌য়ের সাম‌নে শান্তিপূর্ণভাবে কর্মসূচি কর‌তে দেওয়া হ‌য়ে‌ছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago