মহাকাশ অভিযান শেষে ফিরলেন সৌদি নভোচারী রায়ানাহ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন রায়ানাহ। ছবি: রায়ানাহ'র আনুষ্ঠানিক টুইটার পেজ থেকে সংগৃহীত
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন রায়ানাহ। ছবি: রায়ানাহ'র আনুষ্ঠানিক টুইটার পেজ থেকে সংগৃহীত

মহাশূন্যে অভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ২ সৌদি ও ২ মার্কিন নভোচারী।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থায় রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে স্থানীয় সময় রাতে অবতরণের মাধ্যমে ৪ নভোচারী তাদের ৮ দিনের গবেষণা অভিযান শেষ করেছেন।

স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলটি ফ্লোরিডার পানামা সিটির উপকূলে মেক্সিকো উপসাগরে প্যারাসুটের মাধ্যমে নামিয়ে নিয়ে আসে। ফিরে আসার পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লেগেছে ১২ ঘণ্টার মতো।

স্পেস এক্স ও এ অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান একজিওম স্পেস ওয়েবকাস্টের মাধ্যমে নভোচারীদের পৃথিবীতে ফিরে আসার দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে।

এটা ছিল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে একজিওম পরিচালিত দ্বিতীয় মহাকাশ স্টেশন অভিযান।

একজিওম-২ অভিযানে আরোহীদের মধ্যে ছিলেন নাসার অবসরপ্রাপ্ত নভোচারী পেগি হুইটসন (৬৩)। তিনি এখন পৃথিবীর কক্ষপথে সবচেয়ে দীর্ঘ সময় (৬৬৫ দিন) থাকার মার্কিন রেকর্ডের অধিকারী। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩টি দীর্ঘমেয়াদী অভিযানে অংশ নিয়েছেন।

একজিওম-২ এর পাইলট ছিলেন আলাস্কার জন শফনার (৬৭)। তিনি একজন বৈমানিক, রেস গাড়িচালক ও বিনিয়োগকারী।

অভিযানের অন্য ২ সদস্যের মধ্যে ছিলেন বহুল আলোচিত প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি (৩৪)। তিনি পেশায় বিজ্ঞানী ও ক্যানসার স্টেমসেল গবেষক। অপরজন হলেন আলি আলকারনি (৩১)। তিনি সৌদি আরবের বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট।

আরব বিশ্বের প্রথম নারী হিসেবে পৃথিবীর কক্ষপথে গেলেন রায়ানাহ। মাত্র ৫ বছর আগে, ২০১৮ সালের জুনে সৌদি নারীরা রাস্তায় গাড়ি চালানোর অনুমতি পান।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

26m ago