শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে সাভারে গ্রেপ্তার ১

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে ঢাকার সাভার থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে মারা যায় ১০ বছর বয়সী শিশুটি।

পরিবারের অভিযোগের পর, গত রাতে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে অভিযুক্ত মো. সজলকে (৩০) আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৪।

শিশুটির পরিবার জানায়, টিকটক ভিডিও বানানোর কথা বলে সজল শিশুটিকে ধর্ষণ করে। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মৃত্যুর আগে শিশুটি তার মাকে ধর্ষণের কথা জানায় বলে জানায় তার স্বজনেরা।  

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে শুক্রবার রাতে সজলকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, র‌্যাব সদস্যরা সজলকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আটককৃতকে আদালতে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago