চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

ছবি: সংগৃহীত

আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ট্রেন উদ্বোধন করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ম্যাংগো ট্রেনটি জেলার রহনপুর স্টেশনে যায় এবং সেখানে বুকিং হওয়া আম নিয়ে বিকাল ৪টায় যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশে। পথে ১৪টি স্টেশনে আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকার তেজগাঁওয়ে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, 'উদ্বোধন হওয়া ম্যাংগো ট্রেনে এবার ৭টি ওয়াগনে আম পরিবহন করতে পারবেন ব্যাবসায়ীরা। এসব ওয়াগনে ৩০১ মেট্রিক টন আম পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহন খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা। রাজশাহী থেকে এই খরচ হবে ১ টাকা ১৭ পয়সা।'

তিনি বলেন,'ট্রেনটি চালু হওয়ায় আম ব্যবসায়ীরা কম খরচে ঢাকায় আম পরিবহন করে লাভবান হবেন।'

ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদসহ রেলওয়ের কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

1h ago