বরিশালে ইসলামী আন্দোলনের সমর্থকদের ওপর পুলিশ-বিজিবির লাঠিচার্জ

বরিশালের বেলতলা বাজারে জড়ো হওয়া ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ইসলামী আন্দোলনের সমর্থকদের ওপর পুলিশ ও বিজিবির লাঠিচার্জ। ছবি: পলাশ খান/স্টার

বরিশালের বেলতলা বাজারে জড়ো হওয়া ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার বিকেল ৫টা ২১ মিনিটের দিকে ইসলামী আন্দোলনের সমর্থকরা পুলিশ ও বিজিবির নির্দেশ অমান্য করে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়।

ঘটনাস্থলে অবস্থানরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ লাঠিচার্জ করেনি। তবে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিজিবির নির্দেশ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করা হয়।'
 
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, লাঠিচার্জের পর ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে তারা আবারও বেলতলা এলাকায় জড়ো হচ্ছে এবং ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments