যাত্রাবাড়ীতে লরিচাপায় রিকশাচালক নিহত
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় লরিচাপায় আল-আমিন (২১) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ভোররাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।'
মফিজুল আলম জানান, আল-আমিন অটোরিকশা চালাতেন। রাতে রিকশা চালিয়ে যাওয়ার সময় লরিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই লরিটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।
আল-আমিনের দুলাভাই মো. বাবু জানান, তাদের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার রাণীপুর গ্রামে। আল-আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় ভাড়া থাকতেন এবং অটোরিকশা চালাতেন। রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন আল-আমিন। পরে তারা জানতে পারেন সড়ক দুর্ঘটনায় আল-আমিনের মৃত্যু হয়েছে।
Comments