চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় নারী-শিশুর মৃত্যু

চবি শাটল ট্রোন। ফাইল ছবি/স্টার

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকায় ট্রেন দুর্ঘটনায় একজন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ষোলশহর জংশনের সহকারী স্টেশন মাস্টার অভি সেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি অক্সিজেন মোড়ে পৌঁছালে সেখানে দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এটি ঘটেছে তা আমরা এখনো  জানতে পারিনি। এখন এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।'

ষোলশহর জংশনের তথ্য অনুযায়ী, ১৩৯ নম্বর ট্রেনটি ৩টা ১৩ মিনিটে ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে ছেড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ওই নারী-শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। দুটি মরদেহই মর্গে রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

4h ago