ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

এডিট করে প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতার ছবি জুড়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

স্টার অনলাইন গ্রাফিক্স

প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেনের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ কোটি টাকা মানহানির মামলা দায়ের করা হয়েছে। 

মামলার একমাত্র আসামি মো. হোসেন আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ৩টার দিকে নগরকান্দা থানা পুলিশ মো. হোসেন আলীকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

আজ সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
  
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মো. হোসেন আলী তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেনের ছবি এডিট করে তা প্রচার করে।

এ ঘটনা জানতে পেরে গত রোববার ২৫ জুন জামাল হোসেন মিয়া ফরিদপুরের ৪ নম্বর  আমলী আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন ও ১০ কোটি টাকা মানহানির অভিযোগে মামলা করেন। 

মামলার এজাহারে জামাল হোসেন মিয়া জানান, মো. হোসেন আলী রাজনৈতিক এবং পারিবারিকভাবে তাকে হেয় করতে ফটোশপের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি এডিট করে ফেসবুকে প্রচার করেছেন। এ ঘটনাটি জানতে পেরে তিনি অত্যন্ত মর্মাহত ও অপমানিত হন। আসামির এমন কাজে যে মানহানি হয়েছে তা টাকার অংকে নিরুপণ করা সম্ভব না হলেও আনুমানিক ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

আদালতে মামলার পরিপ্রেক্ষিতে নগরকান্দা থানা পুলিশ রোববার রাতে হোসেন আলীকে গ্রেপ্তার করে।
  
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, মামলার পর মো. হোসেন আলীকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

58m ago