রংপুরে গিয়ে লালশাড়ি পরে ‘লালশাড়ি’ সিনেমা দেখেছি: দোয়েল

দোয়েল। ছবি: শেখ মেহেদী মোরশেদ

ঢালিউডের এই প্রজন্মের চিত্র নায়িকা  দিলরুবা দোয়েল। তার অভিনীত দুটি সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। একটি হচ্ছে অপু বিশ্বাস প্রযোজিত ও বন্ধন বিশ্বাস পরিচালিত 'লালশাড়ি'। অপরটি হচ্ছে 'ক্যাসিনো'। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

ঈদের ২ সিনেমায় ২ ধরনের চরিত্রে অভিনয় করেছেন দোয়েল। তিনি বলেন, 'দর্শকরা আমাকে ২ সিনেমায় ২ চরিত্রে দেখতে পাচ্ছেন। চেষ্টা করেছি, চরিত্রের মধ্যে শতভাগ ঢুকে যেতে।'

'লাল শাড়ি' গ্রামীণ গল্পের সিনেমা। ক্যাসিনো একেবারেই অন্য ধরনের গল্পের সিনেমা উল্লেখ করে দোয়েল বলেন, '২ সিনেমার ২ জন পরিচালকই চেষ্টা করেছেন কাজটি সুন্দর করতে। এটুকু বলতে পারি দুটি কাজই অনেক ভালো হয়েছে।'

সম্প্রতিকালে 'লাল শাড়ি' সিনেমার বিশেষ প্রদর্শনী হয়ে গেছে। একঝাঁক তারকা ও সংবাদকর্মীরা এটি দেখতে হলে গিয়েছিলেন। 'লালশাড়ি' সিনেমাটি দেখার জন্য অপু বিশ্বাস ও দোয়েলসহ অনেকেই লালশাড়ি পরে হলে গিয়েছিলেন। 

তিনি বলেন, 'যারা  সেদিন লালশাড়ি দেখতে এসেছিলেন, সবাই ভালো বলেছেন, প্রশংসা করেছেন। আমিও লালশাড়ি পরে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে।'

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শকরা খুব ভালোভাবে নিচ্ছে। এখনো হলমুখী দর্শকরা। এটাকে কীভাবে দেখছেন, জানতে চাইলে দোয়েল বলেন, 'এটা তো বাংলাদেশের বাংলা সিনেমার জন্য খুব ইতিবাচক খবর। ভীষণ আনন্দের খবর। দর্শকদের সাড়া দেখে সত্যিই আনন্দিত আমি।'

ক্যাসিনো সম্পর্কে দোয়েল বলেন, 'ক্যাসিনোতে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছি। যেকোনো নতুন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। এটিও লালশাড়ির মতোই প্রিয় একটি সিনেমা।'

দোয়েলের সিনেমায় আগমন নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত আলফা দিয়ে। এরপর চন্দ্রাবতী কথা সিনেমায় অভিনয় করেন। চন্দ্রাবতী কথা সিনেমাটি একটি প্রশংসিত চলচ্চিত্র। নাম ভূমিকায় অভিনয় করে দর্শকদের দৃষ্টি কাড়েন। সেই থেকে তার সিনেমায় চাহিদা বাড়তে থাকে। তিনি বলেন, 'চন্দ্রাবতী কথা আমাকে ভালো কিছু দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞ।'

সিনেমায় অভিনয়ের আগে কি করেন? এই প্রশ্নের জবাবে দোযেল বলেন, 'আমি পুরোপুরি প্রস্তুতি নিই। ভালো একটা প্রস্তুতি নিয়ে, চরিত্রের ভেতরে ঢুকে তারপর ক্যামেরার সামনে যাই। গল্পের সঙ্গে ও চরিত্রের সঙ্গে মিশে যাবার চেষ্টা করি।'

নুরুল আলম আতিক একজন স্বনামধন্য পরিচালক। তার পরিচালিত 'লাল মোরগের ঝুঁটি' সিনেমায় অভিনয় করেছেন দোয়েল। তিনি বলেন, 'এটাও আমার ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রেখেছে। এভাবেই ভালো ভালো সিনেমায় অভিনয় করতে চাই।'

'ইতি, তোমারই ঢাকা' সিনেমার একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া চলতি সময়ে জনপ্রিয় মাধ্যম ওটিটিতেও অভিনয় করছেন। 'বুকের মধ্যে আগুন' হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি অভিনয় করেছেন। এ ছাড়া আরও কয়েকটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।

এক প্রশ্নের জবাবে দোয়েল বলেন, 'অভিনয়টাই ভালোবাসি। অভিনয়টাকে ভালোবেসে ভালো ভালো কাজের সঙ্গে নিজেকে দেখতে চাই।'

ঈদের ২ সিনেমা নিয়ে দোয়েল বলেন, 'আমি সেরা অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছি।'

আবারও ঈদের প্রসঙ্গে আসতেই দোয়েল বলেন, 'আমি রংপুরের মেয়ে। ঈদের সময় সেখানে ছিলাম। রংপুরে গিয়ে লালশাড়ি পরে 'লালশাড়ি' সিনেমা দেখেছি। 'আকাশ' সিনেমা হল আছে ওখানে। অনেক দর্শক ছিলেন। ওখানে এক সময় অনেক সিনেমা দেখেছি।

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

40m ago