খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান শুনানি মুলতবি করে আজ রোববার নতুন দিন ধার্য করেন।
কয়েকটি কারণ উল্লেখ করে বাদী পক্ষের দায়ের করা পিটিশনের পর এই স্থগিতাদেশ আসে।
সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন অসুস্থ এবং বর্তমানে গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।
১১টি মামলার মধ্যে ২০১৫ সালের প্রথম ৩ মাসে অগ্নিসংযোগের অভিযোগে ১০টি এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহী মন্তব্যের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা করা হয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনির মামলা ৩টি ঢাকার ৩টি বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে।
দ্বিতীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
Comments