ঢাকায় ১০ নৌযান মালিককে বিআইডব্লিউটিএর ১ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড
ঢাকায় বুড়িগঙ্গা নদীতে চলা ১০ নৌযান মালিককে ১ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দিবাগত রাত ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের যুগ্ম পরিচালক মো. কবির হোসেনসহ অনেকে।
কবির হোসেন জানান, আজ বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বুড়িগঙ্গা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ৩টি নৌযানে কোনো ত্রুটি পাওয়া যায়নি। সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
Comments