পেসমেকার সার্জারির পর ভালো আছেন নেতানিয়াহু

ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেহে জরুরি সার্জারির মাধ্যমে পেসমেকার সংযোজন শেষে তিনি এখন সুস্থ আছেন।

আজ রোববার ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টার হাসপাতালের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, 'আপাতত তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসকদের নজরদারিতে থাকবেন।'

এর আগে আল জাজিরা জানায়, নেতানিয়াহুকে শনিবার জরুরি ভিত্তিতে এই সার্জারির জন্য তেল হাশোমিরে অবস্থিত শেবা হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর সার্জারি চলে।

নেতানিয়াহুর (৭৩) কার্যালয় জানিয়েছে, তাকে অজ্ঞান করে সার্জারি করা হবে বিধায় তার প্রধান সহকারী ও বিচার সংক্রান্ত মন্ত্রী ইয়ারিভ লেভিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তিনি 'ভালো বোধ করছেন' এবং হাসপাতাল থেকে ছাড়া পেলে নিয়মিত কাজে ফিরবেন।

হাসপাতালে ভর্তির আগের দিন নেতানিয়াহুর সরকারের আনা বিচার বিভাগীয় সংস্কারের পরিবর্তে সারা দেশজুড়ে বড় আকারে বিক্ষোভ হয়েছে। আজ এ সংস্কার বিষয়ে পার্লামেন্টে ভোটগ্রহণ হবে।

শনিবার রাতে হাজারো মানুষ পথে নেমে আসে এবং অনেকেই জেরুজালেমের উদ্দেশ্যে পদযাত্রা করেন। তারা দেশটির নেসেত বা সংসদ ভবনের বাইরে অবস্থান নেন।

এক সপ্তাহ আগেও নেতানিয়াহু পানিশূন্যতায় ভুগে একই হাসপাতালে ভর্তি হয়েছিল। সেবার ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন নেতানিয়াহু।

ভিডিও বার্তায় তিনি বলেন, গত সপ্তাহে হাসপাতাল থেকে তার দেহে একটি নিরীক্ষক যন্ত্র (মনিটর) সংযুক্ত করা হয়। শনিবার রাতে এই মনিটর থেকে সতর্কতাসূচক শব্দ হওয়ার পর তিনি পেসমেকারের প্রয়োজনীয়তা অনুধাবন করেন।

 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago