হিরো আলমকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে হিরো আলমের আবেদন
হিরো আলম। ফাইল ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি জিডি করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন।

তিনি বলেন, 'কেউ হিরো আলমকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাই তিনি থানায় জিডি করতে এসেছেন।'

থানার সামনে সাংবাদিকদের হিরো আলম জানান, তাকে ৩ বার ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে, কেন তিনি ফোন করা ব্যক্তির ভাইয়ের বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছেন। ৭ দিনের মধ্যে তাকে 'শিক্ষা দেবে' বলেও ফোনে উল্লেখ করা হয় বলে তিনি জানান।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Admin officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago