হিরো আলমের বক্তব্য দিয়ে ডেইলি স্টারের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড

দ্য ডেইলি স্টার বাংলার ফেসবুক পেজে গত ২২ জুলাই হিরো আলমকে নিয়ে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। যে ফটো কার্ডটির সঙ্গে হিরো আলমের মন্তব্য দাবি করা নকল ফটো কার্ডটির মিল খুঁজে পাওয়া গেছে।
হিরো আলমের বক্তব্য দিয়ে ডেইলি স্টারের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি দ্য ডেইলি স্টার বাংলার ফটোকার্ডের আদলে তৈরি একটি নকল ফটোকার্ডে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে উদ্ধৃত করে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, 'ঢাকা ১৭ আসনে আমাকে বলা হয়েছিল মার না খেলে নেতা হওয়া যায়না,.. রক্ত না জড়ালে ইতিহাস লেখা যায়না। তাই আমি সেদিন সাদা পাঞ্জাবি পরেছিলাম। যেন বিশ্ব আমার রক্তমাখা পাঞ্জাবি মিডিয়ায় ফলাওভাবে প্রচার করতে পারে।'

এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশ ওই ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধান করেছে। রিউমর স্ক্যানার বলছে, 'ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হিরো আলমকে নিয়ে এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রচার করা হয়নি বরং ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে দাবির বিষয়টি প্রচার করা হচ্ছে।'

দ্য ডেইলি স্টার বাংলার ফেসবুক পেজে গত ২২ জুলাই হিরো আলমকে নিয়ে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। যে ফটো কার্ডটির সঙ্গে হিরো আলমের মন্তব্য দাবি করা নকল ফটো কার্ডটির মিল খুঁজে পাওয়া গেছে। তবে দ্য ডেইলি স্টারের ফটো কার্ডের বক্তব্যের সঙ্গে হিরো আলমের বক্তব্য বলে দাবি করা ফটো কার্ডটির বক্তব্যের কোনো মিল নেই।

দ্য ডেইলি স্টারে প্রচারিত ফটোকার্ডটিতে হিরো আলমের বক্তব্য হিসেবে ছিল, 'একজন নারী ভোটারকে দিয়ে ৪০টি ভোট দেওয়ানো হয়েছে। ১২-১৩ বছরের ছেলে-মেয়েদের ভোটকেন্দ্রে ঢুকিয়ে ভোট দেওয়ানো হয়েছে। যারা ভোট দিয়েছেন তাদের অনেকের নাম-ঠিকানা ভোটার তালিকায় ছিল না। এসবের ভিডিও ফুটেজ আমার কাছে আছে।'

 

রিউমর স্ক্যানারের প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন: ডেইলি স্টারের ফটোকার্ড নকল করে হিরো আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার

  

Comments