সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ

দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সেই প্রেক্ষাপটে 'সতর্ক অবস্থানে' থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ সোমবার এই ২ দলই তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে।

গতকাল রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। আজ বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হবে।

গত শনিবার বিএনপির অবস্থান কর্মসূচির পর রোববার আওয়ামী লীগ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে একদিন পর কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

'সর্তক অবস্থানে' আওয়ামী লীগ

বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচির ঘোষণা আসার পর রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে 'শান্তি সমাবেশে'র ঘোষণা দেয় আওয়ামী লীগ।

তবে গতকাল এ 'শান্তি সমাবেশ' কর্মসূচি স্থগিত করা হয়। এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির কথা জানায় ক্ষমতাসীন দলটি।

গতকাল ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহার অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি।'

ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী ডেইলি স্টারকে বলেন, 'সোমবার আমাদের শান্তি সমাবেশ ছিল, তা বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago