২০২২ সালে আওয়ামী লীগের আয় ১০ কোটি ৭১ লাখ, ব্যয় ৭ কোটি ৮৭ লাখ

আওয়ামী লীগের প্রার্থী

নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিবরণী অনুসারে, দলটির আয় ১০ কোটি ৭১ লাখ টাকা।

আজ সোমবার নির্বাচন কমিশনে আর্থিক বিবরণী জমা দেওয়ার পরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান জানান, গত বছরে দলটির ব্যয় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ টাকা।

এছাড়া, ব্যাংকে জমা রয়েছে ৭৩ কোটি ২৮ লাখ টাকা।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

12m ago