জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরিতে ‘স্কুল ধর্মঘট’

জলবায়ু পরিবর্তন ঠেকাতে তানোরের তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মঘট। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি ও এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দাবিতে 'স্কুল ধর্মঘট' পালন করেছেন রাজশাহীর তানোর উপজেলার তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাব হোসেন জানান, জলবায়ু পরিবর্তন নিয়ে স্কুলের শিক্ষক ও উন্নয়ন কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা সভা হয়। ক্লাসে ফিরে যাওয়ার আগে স্কুলের মাঠে প্ল্যাকার্ড নিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদিও জলবায়ু পরিবর্তনের জন্য এই অঞ্চলের মানুষ দায়ী নয়।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এই কর্মসূচির আয়োজক।

জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলে নদী শুকিয়ে যাওয়া, বৃষ্টিপাত কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং পানীয় জলের সংকটের কথা শিক্ষার্থীরা তাদের প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন।

Comments

The Daily Star  | English

‘Comments of some parties raising questions in people’s mind’

Tarique calls for solidarity at Swechchhasebak Dal anniversary event

1h ago