বিএনপির নো বলে আওয়ামী লীগ বোল্ড আউট হবে না: কাদের

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপির নো বলে আওয়ামী লীগ বোল্ড আউট হবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আজ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস সততই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডি আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে এনেছে।'

তিনি বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি-অস্থিরতা; সব কিছুর মূলহোতা হচ্ছে বিএনপি।'

পঁচাত্তর বিএনপির সৃষ্টি এবং মাস্টার মাইন্ড জিয়াউর রহমান মন্তব্য করে তিনি বলেন, '৩ নভেম্বর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ২১ আগস্ট মাস্টার মাইন্ড তারেক রহমান, হাওয়া ভবনের যুবরাজ।'

'আজকে এ পরিবারই বাংলাদেশের সব ১৫ আগস্টসহ সব রক্তাক্ত ট্রাজেডির হোতা। এরাই সব অপকর্ম, অশান্তি-অস্থিরতার মূলে দায়ী। আবারো তারা বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। এরা নির্বাচন চায় না। এদের আসল উদ্দেশ্য ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল। ষড়যন্ত্রের অলিগলি খোঁজে তারা। ষড়যন্ত্রের গলি পথ দিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত এখনো তারা করছে,' যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিবের বক্তব্যের জের ধরে ওবায়দুল কাদের বলেন, 'মির্জা ফখরুল বলেন, "আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে"। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন কিন্তু বল তো নো বল! নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago