লন্ডনে বৈঠক: সরকারের সঙ্গে বিরোধ চায় না বিএনপি

বিএনপির শুদ্ধি অভিযান ২০২৫

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি লন্ডনে বৈঠক করার পর বিএনপি এমন কিছু করতে চাইছে না, যাতে সরকারের সঙ্গে দলের দ্বন্দ্ব তৈরি হয়।

সম্প্রতি দলটি সিদ্ধান্ত নিয়েছে, যাতে জাতীয় নির্বাচনে কোনো বিলম্ব না ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় থাকে।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।

তবে এই বৈঠকে তারেক রহমান স্পষ্ট করেননি যে ১৩ জুন লন্ডনে ড. ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে কী কী আলোচনা হয়েছে।

বৈঠক সম্পর্কে অবগত সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, তারেক রহমান বৈঠকটিকে 'ফলপ্রসূ' অভিহিত করেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা এটাকে হাত ফসকে যেতে দিতে পারি না।'

লন্ডনে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকের জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন জানায় বিএনপির স্থায়ী কমিটি।

তারেক রহমান জানান, তিনি ড. ইউনূসকে বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে তার ও তার উপদেষ্টাদের কাছ থেকে সহযোগিতা চাইবে এবং এর জবাবে ড. ইউনূসও তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

দলটি মনে করে লন্ডনের ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কারণে বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যকার দূরত্ব কমেছে এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে নানা অনিশ্চয়তাও দূর হয়েছে।

ড. ইউনূস বলেছেন, আগামী বছর রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, 'সরকার যদি নির্বাচন নিয়ে তাদের কথা না রাখে তাহলে আরও শক্তিশালী আন্দোলন করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় থাকবে। আপাতত আমরা ইতিবাচক অবস্থান বজায় রাখতে চাই এবং নির্বাচনের প্রস্তুতি নিতে চাই।'

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে চলমান বিক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পরস্পরবিরোধী বার্তা দিচ্ছে।

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইশরাকের এই আন্দোলন শেষ করার সময় হয়ে গেছে বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা।

বৈঠকে দেশের অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তারেক।

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে দলীয় নেতাদের এসব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার খসড়া তৈরি শুরু করতে বলেছেন তারেক, যাতে নির্বাচনে বিএনপি জয়ী হলে তারা প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারেন এবং জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে পারেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

6h ago